জাবের ইবনে আবদুল্লাহ (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, রাসুল (সা.)-এর কাছে একজন চোরকে নিয়ে আসা হলো। তিনি বললেন, ‘তাকে হত্যা করো।’ উপস্থিত লোকেরা বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! সে তো চুরি করেছে।’ বললেন, ‘তাহলে তার ডান হাত কেটে দাও।’ তখন তার ডান হাত কেটে দেয়া হলো। কিছুদিন পর আবারও তাকে চুরি করার অপরাধে নিয়ে আসা হলো। রাসুল (সা.) বললেন, ‘তাকে হত্যা করো।’ লোকেরা বললেন, ‘সে তো চুরি করেছে।’ বললেন, ‘তবে তার বাম পা কেটে দাও।’ তখন তার বাম পা কেটে দেয়া হলো।
এর কিছুদিন পর আবারও তাকে চুরি করার অপরাধে নিয়ে আসা হলো। তিনি বললেন, ‘তাকে হত্যা কর।’ লোকজন বললেন, ‘এই লোক তো চুরি করেছে।’ বললেন, ‘তাহলে তার বাম হাত কেটে ফেল।’ লোকেরা তার বাম হাত কেটে ফেলল। কিছুদিন পর আবারও তাকে চুরি করার অপরাধে আনা হলো। রাসুল (সা.) বললেন, ‘তাকে হত্যা কর।’ উপস্থিত লোকজন বললেন, ‘লোকটি তো চুরি করেছে।’ বললেন, ‘তবে তার ডান পা কেটে দাও।’ তার ডান পা-ও কেটে দেয়া হলো। এরপর তাকে পঞ্চমবারও নিয়ে আসা হলো। রাসুল (সা.) বললেন, ‘এবার তাকে হত্যা কর।’
জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, আমরা আর কোনো কথা না বাড়িয়ে ওই চোরকে মিরবাদ নামক স্থানের দিকে নিয়ে গেলাম। প্রথমে আমরা তাকে তুলতে গেলে সে চিৎ হয়ে পড়ল। এরপর সে তার কাটা হাত-পা নিয়ে দাপাদাপি করতে লাগল। উট তার এ অবস্থা দেখে ভয়ে ছোটাছুটি শুরু করে দিল। তাকে দ্বিতীয়বার তোলা হলো। কিন্তু সে পুনরায় ওইরূপ করল। আমরা তাকে তৃতীয়বার তুললাম। অতঃপর তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করলাম। এরপর তাকে একটি কূপে নিক্ষেপ করলাম। তারপর ওপর থেকে তার ওপর পাথর নিক্ষেপ করলাম। (সুনানে নাসাঈ : ৪৯৭৮)।