মক্কায় হিফজুল কোরআনে সম্মাননা পেলেন আহমদ

আবু তাকরিম

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সৌদি আরবে মক্কার মসজিদুল হারামে বিশ্ববরেণ্য শায়খদের কাছে পূর্ণ কোরআনের হিফজ শুনিয়ে সম্মামনা সনদ পেলেন বাংলাদেশি হাফেজ আহমদ ইসলামাবাদী। ১২ ফেব্রুয়ারি (বুধবার) এক সভায় মক্কা শরিফের বর্তমান মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর বাদার আত-তুর্কি ও হালাকায়ে কোরআনের প্রবীণ শিক্ষক শায়খ ইয়াহইয়া তাকে এ সম্মাননা সনদ দেন।

উল্লেখ্য, হাফেজ আহমদ ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক তাকবীরের সম্পাদক। তার বাবা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, লেখক ও গবেষক মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী। ১৯৯৬ সালে চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ভাঙ্গা দিঘিরপাড় এলাকায় হাফেজ আহমদের জন্ম। তিনি ২০২০ সালে হাটহাজারি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ও ২০২২ সালে ঢাকার নতুনবাগ মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে দাখিল, আলিম ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল (ডিগ্রি) ও কামিল (মাস্টার্স) সম্পন্ন করেছেন।