বাজারে এলো থানবি সিরিজ

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ : হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবি (রহ.) ছিলেন আলোকিত মনীষী। মুসলিম জাতির কল্যাণে যিনি বৈচিত্র্যময় সব বিষয়ে প্রচুর লিখেছেন। বাংলার ঘরে ঘরে তার বই পঠিত হচ্ছে যুগ যুগ ধরে। বহুল চর্চিত এ লেখককে আধুনিক আদলে পাঠকের রুচিবোধ সামনে রেখে উপস্থাপন করেছে অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান ইত্তিহাদ পাবলিকেশন। বাজারে এনেছে তার লেখা পাঁচটি বিষয়ের অসাধারণ একটি সিরিজ।

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সিরিজটির যত বৈশিষ্ট্য

১. বিষয় নির্বাচন ও নতুন বিন্যাস : সমাজের নানাবিধ সংকট সামনে রেখে বিষয় নির্বাচন করা হয়েছে। সেই বিষয় সামনে এনে থানবি (রহ.) রচনাবলি থেকে যথোপযোগী তথ্য খুঁজে নতুন বিন্যাসে সংকলন করা হয়েছে।

২. নতুন বর্ণনাশৈলী ও শিরোনাম চয়ন : যে চিরায়ত শৈলীতে এ যাবতকাল থানবি (রহ.)-কে তরজমা করা হয়েছে, তার বিপরীতে আধুনিক সমাজের বোধগম্য ও উপভোগ্য বর্ণনাশৈলী গ্রহণ করা হয়েছে।

৩. অপ্রাসঙ্গিকতা ও দ্বিরুক্তিমুক্ত বর্ণনা : বিষয়-সংশ্লিষ্ট তথ্য ছাড়া অপ্রাসঙ্গিক আলোচনা এড়িয়ে যাওয়া হয়েছে। তথ্য, উপমা কিংবা আলোচনার দ্বিরুক্তি যেন না ঘটে, পূর্ণ সচেতনতা অবলম্বন করা হয়েছে।

৪. নামকরণ ও প্রচ্ছদ নির্বাচন : নামকরণের ক্ষেত্রে সর্বসাধারণের জন্য বোধগম্য ভাষা ব্যবহার করা হয়েছে। প্রচ্ছদের ক্ষেত্রেও অভিনব এক শৈলী চয়ন করা হয়েছে, যা সাধারণত থানবি-সাহিত্যের ক্ষেত্রে নতুন প্রচেষ্টা।

৫. প্রিমিয়াম প্রোডাকশন : ইত্তিহাদের অন্যান্য বইয়ের তুলনায় প্রিমিয়াম এডিশনে ‘থানবি সিরিজ’ প্রকাশ করা হয়েছে। কাগজ, বাঁধাই, জ্যাকেট ইত্যাদির ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে।

সিরিজের বইগুলোর সংক্ষিপ্ত তথ্য

১. বিপদে ভেঙে পড়বেন না : বিপদাপদ কেন আসে? এর উপকারিতা কী? আদৌ তা ক্ষতিকর কিনা? বিপদের সংজ্ঞা কী? তার উপকরণ কী? কী কী সমস্যা পাওয়া গেলে কোনো বিষয়কে বিপদ বলে আখ্যা দেওয়া যায়? বইটিতে এসব প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে। বইটি পড়ার পর বিপদ সম্পর্কে দৃষ্টিভঙ্গি আমূল বদলে যাবে।

২. সংশয়বাদ : সংশয় এমন একটি রোগ, যা মানুষের চিন্তা-ভাবনাকে বিষাক্ত করে ধর্মহীনতার দিকে ঠেলে দেয়। এ বইয়ে মূলত সেই জটিল সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে।

লেখক যুক্তির সাহায্যে দেখিয়েছেন, বিবেকের সমস্যা ও সীমাবদ্ধতা কোথায়? যুক্তি ও লজিক কেন সব সমস্যার সমাধান দিতে পারে না? কেন যুক্তি ও বিবেকের বাইরে গিয়ে সমাধান খুঁজতে হবে? এর পাশাপাশি তিনি ধর্মীয় ক্ষেত্রে আধুনিক শিক্ষিত শ্রেণির মধ্যে দানাবাঁধা অধিক প্রচলিত সংশয়েরও সমাধান করেছেন।

৩. ইসলাম ও বিজ্ঞান : আপনি যদি দর্শন বা বিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন কিংবা যদি এ দুটি বিষয়ের প্রতি ইন্টারেস্টেড হন, তবে হয়তো আপনার মনে ইসলাম সম্পর্কে নানান প্রশ্ন দোলা দিচ্ছে। থানবি (রহ.) এ বইয়ে মাত্র সাতটি মূলনীতির আলোকে যৌক্তিকভাবে দর্শন ও বিজ্ঞানের ফলে সৃষ্ট সকল প্রশ্ন ও আপত্তির সমাধান করেছেন। তার এ সপ্ত-মূলনীতি এতটা গভীর ও ব্যাপক যে, তা কেবল অতীত ও হাল-আমলের প্রশ্ন-আপত্তির সমাধানই করবে না, ইসলাম সম্পর্কে ভবিষ্যতে যত প্রশ্ন ও আপত্তি হতে পারে, তারও সমাধান দেবে।

৪. দাম্পত্য জীবন : দাম্পত্য জীবন বা একই পথে দুটি দেহের যাত্রাকে কীভাবে ফ্রেমিং করা হবে, তার ওপর নির্ভর করে পারিবারিক জীবনের সুখ-শান্তি। প্রশ্ন হলো, দাম্পত্য সম্পর্ক বা পিতৃত্ব ও মাতৃত্ব সম্পর্ককে কেন নিজস্ব চিন্তার ফ্রেমে বন্দী করা যায় না? কেন আপনাকে শরিয়ার ফ্রেমটাই নিতে হবে? ইত্যাদি বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া স্বামী-স্ত্রীর মাঝে কীভাবে সুন্দর বোঝাপড়া তৈরি হবে, কীভাবে উভয়ের হক যথাযথ আদায় করবে, কীভাবে সংসার হয় সুখের, এসব নিয়েই বইটিতে আলোচনা করা হয়েছে।

৫. তাদাব্বুরে কোরআন : কোরআন বোঝার জন্য চাই জাগ্রত মস্তিষ্ক, আলোকিত হৃদয়, পরিচ্ছন্ন মন ও আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক।

এ গুণগুলো যার মধ্যে যে মাত্রায় থাকবে, সে ওই মাত্রায় কোরআনের মর্ম বুঝতে পারবে। থানবি (রহ.) পূর্ণ মাত্রায় এসব গুণের অধিকারী ছিলেন। তার রচনাবলি, খুতুবাত ও মালফুজাতে ছড়িয়ে-ছিটিয়ে আছে কোরআনি মণিমানিক্য। এ বইটি মূলত সেসব মুক্তামালারই সংকলন। দৈনন্দিন জীবনে কোরআনের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে বইটি অনন্য সহায়িকা।