এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের চাল বিতরণ
আহমাদ ইসলামাবাদী
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর তত্ত্বাবধানে বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ গরিব ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসা মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর দীর্ঘমেয়াদি মানবিক কর্মসূচির অংশ হিসেবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সমাজ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় তিনি দুই দশকের বেশি সময় ধরে ফটিকছড়িসহ দেশের ৬৪ জেলায় মসজিদণ্ডমাদ্রাসা, এতিমখানা, অজুখানা নির্মাণ, গবাদিপশু বিতরণ, সেলাই মেশিন প্রদান, হুইলচেয়ার বিতরণসহ বহুমুখী সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন।
এসময় আল্লামা শেখ শাহজাহান ইসলামাবাদী বলেন, ‘বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিবেদিত একটি সংগঠন। সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ২০ বছর ধরে দেশের ৬৪ জেলায় বিশেষ করে ফটিকছড়ি অঞ্চলে শিক্ষা, সমাজসেবা ও মানবিক সহায়তার বহুমুখী কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
