ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শ্যামপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গ্রামের হযরত আলীর বাড়িতে গত বুধবার গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের লোকজনকে হাত-পা বেঁধে মারপিট ও অজ্ঞান করে হালখাতার টাকাসহ প্রায় ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। একপর্যায়ে শিশু বাচ্চা রাফসার গলায় ছুরি ধরে জিম্মি করে স্বর্ণালংকার আরো আছে কি না জানতে চায়। হযরত আলীসহ তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে অবজারভেশনে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত