ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কয়রায় সুন্দরবনের মাছ কাঁকড়া অবাধে বেচা বিক্রি হচ্ছে

কয়রায় সুন্দরবনের মাছ কাঁকড়া অবাধে বেচা বিক্রি হচ্ছে

সুন্দরবনের চিংড়ি ও কাঁকড়া অবাধে বেচাবিক্রির অভিযোগ পাওয়া গেছে। এক শ্রেণির অসাধু শত শত জেলে পাস পারমিট ব্যতীত সুন্দরবনে নদীখালে ঢুকে বিষ প্রয়োগ করে নিষিদ্ধ ভেষালি জালে বিপুল পরিমান চিংড়ি মাছ শিকার করে কয়রার ফুলতলা মাছের আড়ত, দেউলিয়া মাছের আড়ত, চাদালি ও গাবুরার সনাতনের বড় ডিপোয় অবাধে বেচাবিক্রি করে ফায়দা লুটে নিচ্ছে। এদের রুখতে বন বিভাগের কর্মরত কর্মকর্তা ও বনরক্ষীরা হিমশিম খাচ্ছে। জোড়শিং এলাকার এছাক, সিরাজুল, বাক্কারসহ উপজেলার ছোট বড় অর্ধশত মাছ ব্যবসায়ির দাদুনে জেলেদের প্রতিদিন সুন্দরবন থেকে চিংড়ি মাছ শিকার করে ফড়িয়াদের কাছে বেচাবিক্রি করতে দেখা যায়। এদিকে জোড়শিং মোকামের বিল্লাল ও এমদাদুলের কাঁকড়া ডিপোয় ১০/১২টি খাঁচিতে মণ মণ কাঁকড়া মজুদ অবস্থায় দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত