ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপি নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করে যাওয়ার আহ্বান : তারেক রহমান

বিএনপি নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করে যাওয়ার আহ্বান : তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন হলেও প্রেতাত্মরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই অদৃশ্য প্রতিপক্ষকে মোকাবিলা করতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ফরিদপুর বিভাগীয় জেলাসমূহের প্রতিনিধি সভায় নেতাকর্মীদের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে মতবিনিময়কালে তারেক রহমান এসব কথা বলেন। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের চতুর্থ দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়। তিনি আরো বলেন, স্বৈরশাসনের যাতাকলে পিষ্ট হয়ে দেশ আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। তাই দেশকে উন্নত করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলেই এ দেশকে পুনর্গঠিত করা সম্ভব হবে। মনে রাখতে হবে স্বৈরাচার শেখ হাসিনার পতন, গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপিড়নকারী। আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয় ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আগামীতে দেশে যাতে কোনো স্বৈরাচারের উত্থান হতে না পারে, সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, আগামীতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব সংসদে রাখবে বিএনপি। তাছাড়া একই ব্যক্তি পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী-সরকার প্রধান হবেন না এই প্রস্তাবও রাখবে। তিনি সুদৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল নেতাকর্মীরা সতর্ক থাকলে কোন ষড়যন্ত্রকারীই সফল হতে পারবে না ইনশাআল্লাহ।

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, সাবেক এমপি ও সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, শাহ মো: আব্দুস সালাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, জেলা বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল হক বাদল, বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত