ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গুম প্রতিরোধ সনদে স্বাক্ষরে সরকারকে অভিনন্দন

ইসলামী গণতান্ত্রিক পার্টি
গুম প্রতিরোধ সনদে স্বাক্ষরে সরকারকে অভিনন্দন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অ্যাক্সেপসনের মাধ্যমে গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে পক্ষভুক্ত হওয়ার দলিলে স্বাক্ষর করায় ইসলামী গণতান্ত্রিক পার্টির পক্ষ থেকে সরকার ও প্রধান উপদেষ্টাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে গতকাল প্রদত্ত এক বিবৃতিতে দলের মহাসচিব অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেছেন, গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে বাংলাদেশের পক্ষভুক্তিতে দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ এক অগ্রগতি। অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপটি সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। এই সনদের কারণে গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতনসহ বিভিন্ন প্রকার অপরাধ রোধে নতুন ব্যবস্থা চালুর ক্ষেত্রে দেশে সহায়ক পরিবেশ সৃষ্টি হবে। একই সাথে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও বিশ্বাস যোগ্যতাও বৃদ্ধি পাবে, যার কারণে পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া যাবে। গুম সংক্রান্ত সনদটির যথাযথ প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে নতুন আইন প্রণয়নের পাশাপাশি প্রচলিত আইনের পর্যালোচনা পূর্বক তা সংশোধনের জন্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত