ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দীপু মনি চক্রে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক ইলিয়াছ এখন বেকায়দায়

দীপু মনি চক্রে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক ইলিয়াছ এখন বেকায়দায়

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার ভাই টিপু সারাদেশের ন্যায় চাঁদপুরেও টাকার মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন মর্মে অভিযোগ উঠেছে। তবে হাসিনা সরকারের পতনের পূর্বে থেকেই নিয়োগের পর বেকায়দায় পড়েছেন চাঁদপুর সদরের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ। তিনি ১ বছরের অধিক সময় নিয়োগ পেলেও এমপিও স্থানান্তর করতে পারেননি। নিয়োগকালীন সময়ে বিদ্যালয়ের তৎকালীন কমিটির সভাপতি এম আর শামীম ছিলেন অবৈধ সভাপতি। এমন অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করেন অভিভাবক সদস্য প্রার্থী মো. হাসান খান।

খোঁজ নিয়ে জানা গেছে, এম আর শামীম ছিলেন দীপু মনির খুবই ঘনিষ্ঠ। যে কারণে দুইবার সভাপতি মনোনীত হন শামীম। তবে তাকে সভাপতি হিসেবে মেনে নিতে পারিনি কমিটির কেউ কেউ। পরের বার সভাপতি হয়ে মো. ইলিয়াছকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। সভাপতি যেহেতু অবৈধ, সে কারণে প্রধান শিক্ষক নিয়োগও অবৈধ। মামলাসহ এসব কারণে প্রধান শিক্ষক ইলিয়াছ বহু চেষ্টা তদ্বির করেও তার এমপিও স্থানান্তর করতে পারেনি। তিনি শিক্ষা অফিস ম্যানেজ করে তার কাগজপত্র কুমিল্লা আঞ্চলিক অফিসে প্রেরণ করেন। জানা গেছে, অভিবাবক সদস্যের মামলার কারণে এই বিদ্যালয়ের কমিটির যাবতীয় কার্যক্রম স্থগিত করে উচ্চ আদালত। ফলে মাউশির নিয়মানুসারে মামলা চলাকালীন সময়ে কোন শিক্ষক অথবা কর্মচারী নিয়োগ দেয়া যাবে না। এমন পরিস্থিতির শিকার হন প্রধান শিক্ষক ইলিয়াছ। এদিকে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে বিদ্যালয়ে যেতে পারেননি প্রধান শিক্ষক ইলিয়াছ। ৬ আগস্ট থেকে প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধ করে দেয় বহিরাগত লোকজন। এমন তথ্য দিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কমিটির সদস্য দ্বিনেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত