ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় এখনও ১৭টি কারখানা বন্ধ

আশুলিয়ায় এখনও ১৭টি কারখানা বন্ধ

বেতন পরিশোধ করতে না পারাসহ অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এখনও শিল্পাঞ্চল আশুলিয়ায় ১৭টি কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম। এদিকে, শ্রমিকদের ১৮ দফা দাবি মানার ঘোষণার পর গত দুই দিন সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যেই অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কর্মসংস্থলে যোগ দিয়েছেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের প্রায় সব কারখানাতেই উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে শ্রম আইনের ১৩ (১) ধারায় ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া আরও ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, বন্ধ কারখানাগুলোর কেউ বেতন পরিশোধ করতে পারছে না, কারও অর্ডার নেই আবার কোনোটায় শ্রমিকদের আন্দোলন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত