ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি

আমান উল্লাহ আমান
হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি

হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগ বৃথা যেতে দেবো না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। গতকাল শনিবার দুপুরে রুহিতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ৫ আগস্টের পর থেকে প্রাণভরে নিঃশ্বাস নিতে পারছে। আমরা এখন স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। সব ষড়যন্ত্রের মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মালেক মোল্লা। মিলাদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, রুহিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর, রুহিতপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জরিফ হোসেনসহ রুহিতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত