ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লা মডার্ন হাইস্কুল প্রধানসহ তিন শিক্ষক

অপসারণের দাবিতে আন্দোলন

অপসারণের দাবিতে আন্দোলন

কুমিল্লা মডার্ন হাইস্কুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী প্রধান শিক্ষক একেএম আকতার হোসেন, সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদার, আবুল কাসেমসহ তিন শিক্ষকের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করে তাদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। গতকাল শিক্ষার্থীরা স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কোনো শিক্ষক-কর্মচারীকে স্কুলে প্রবেশ করতে দেয়নি। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে তাদের কর্মসূচি পালন করে। প্রায় ৮ হাজার শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের অভিযোগে জানা গেছে, কুমিল্লা সদর আসনের সাবেক এমপির অনুসারী একেএম আকতার হোসেন ২০১৯ সালে স্কুলটিতে প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন। ক্ষমতার দাপটে স্কুলটির সহকারী প্রধান শিক্ষক (দিবা) রাসেল উদ্দিন মজুমদার ও সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) আবুল কাসেমকে সাথে নিয়ে নানা অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি করে আসছিলেন। অভিযোগে বলা হয়, সময়ে তারা ভর্তি, কোচিং, ক্লাসপার্টি, প্রশসংসাপত্র, ট্রান্সফার সার্টিফিকেট, বাণিজ্য, নন-এমপিও শিক্ষকদের কাগজপত্র সরিয়ে অবৈধ সুবিধা লাভ, শিক্ষকদের বেতনবৈষম্য, সিলেবাস, ডায়েরি, ছাত্রব্যাচ বাবদ টাকা উত্তোলন, আনন্দ ভ্রমণ, স্কুলের অর্ধবার্ষিক, নির্বাচনি, মডেল টেস্ট ও বার্ষিকসহ বিভিন্ন পরীক্ষার উত্তোলনকৃত টাকা শিক্ষকদের মাঝে নামমাত্র বিতরণ করে আত্মসাৎ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের নামে ভুয়া-বিল ভাউচারে অর্থ আত্মসাৎ এবং স্কুলের পারফরমেন্স বেজডগ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন্সের টাকাসহ স্কুল তহবিলের মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত