ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভোটার তালিকা

হালনাগাদের আগে নতুন ইসি নিয়োগ দিতে হবে

বললেন ইসি সচিব
হালনাগাদের আগে নতুন ইসি নিয়োগ দিতে হবে

আগামী জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হলে তার আগেই নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিতে বলে মনে করেন কমিশন সচিব শফিউল আজিম। সচিব জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদের লিগ্যাল অথরিটি নিজের নেই। ভোটার তালিকা হালনাগাদের কাজ করতে কমিশনের অনুমোদন লাগবে। আইন অনুযায়ী এ সিদ্ধান্ত একমাত্র কমিশনই নিতে পারে। গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এসব কথা বলেন। সচিব জানান, বর্তমানে কমিশনহীন ইসিতে আইনে নির্ধারিত রুটিন কাজগুলোই চলছে। আইন অনুযায়ী, কমিশনের অনুমোদনক্রমে প্রতি বছর ২ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনার বিধান রয়েছে। এক্ষেত্রে তথ্য সংগ্রহের পর যাচাই-বাছাই, দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশের বিধান রয়েছে। এক্ষেত্রে জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হলে তার আগেই নিয়োগ দিতে হবে নতুন কমিশন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার নিয়োগ দেন। সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সেই সময় শেষ হবে আগামী ৪ নভেম্বর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত