ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবুর ৭  দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর জামিন নামঞ্জুর করেছে আদালত এবং তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা সাংবাদিকদের জানান, গতকাল বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তায় তাদের আদালতে তোলা হয় এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন এবং শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ জেলা সদরে যুবদল ও ছাত্রদলের সুমন, আব্দুল লতিফ ও জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ব্যাপারে সাড়ে ৪০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র মামলাসহ পৃথক ৪টি মামলা করা হয়।

এ মামলার পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের র‌্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএমের দিকনির্দেশনায় গত সোমবার র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় মৌলভীবাজার জেলা সদরের সোনাপুর এলাকায় র‌্যাব-১২ এর ও র‌্যাব-৯ এর সদস্যরা যৌথ অভিযান চালায়। এ অভিযানে ওই এলাকার দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত