ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ

সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজ শাখার সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ছাত্রনেতা আসাদুজ্জামান।

তিনি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে কাজ করে যাচ্ছে। বিগত ১৫ বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকায় ছাত্রশিবির নির্বিঘ্নে মেধাবীদের নিয়ে এমন আয়োজন করতে পারেনি। তবে ছাত্রশিবির তার কার্যক্রম বন্ধ রাখেনি। বড় আকারে সম্ভব না হলেও ক্ষুদ্র পরিসরে সবসময় মেধাবীদের পাশে থাকার চেষ্টা করেছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক ড. হারিস উদ্দিন, সহকারী অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম, সেক্রেটারি শামীম রেজা, কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি ফয়সাল আহমেদ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত