ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পরিবেশ মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যু

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা ও সচিবের শোক
পরিবেশ মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যু

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেনের মৃত্যুতে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সচিব ড. ফারহিনা আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল সোমবার পৃথক শোকবার্তায় তারা বলেন, মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেনের মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। তিনি ছিলেন সদালাপী ও সাদামনের মানুষ। তার মৃত্যুতে আমরা একজন নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম। তার কর্মময় স্মৃতি সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মো. আকতার হোসেন (৫২) মতিঝিল এজিবি কলোনিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ১৯৯৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এবং ২৯ বছর ধরে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত