ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের ঋণ যেন ভুলে না যাই’

‘জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের ঋণ যেন ভুলে না যাই’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, ‘জুলাই আন্দোলনে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন দেখানোর জন্য আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছে, যেভাবে বুকের তাজা রক্ত দান করেছে সেই রক্তের ঋণ আমরা যেনো ভুলে না যাই।’ গতকাল মঙ্গলবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর একাডেমিক ভবনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপাচার্য বলেন, বাংলাদেশ এমন একটি অবস্থায় এসে উপনীত হবে, নতুনভাবে স্বপ্ন দেখবে এই বিষয়টি আমরা আজ থেকে পাঁচ মাস আগে কল্পনাও করতে পারিনি। জুলাই আন্দোলনে আমাদের শিক্ষার্থীদের বুকের তাজা রক্ত আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা আছে সামনে আরো শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দের পর সহস্রাব্দ পৃথিবীর ইতিহাস লেখা হবে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এবারকার আন্দোলন ৫ আগস্টের নতুন বাংলাদেশের ঘটনা এই ইতিহাসের মধ্য অন্যতম একটি অধ্যায় হয়ে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, গ্রিক দার্শনিক ও ইতিহাসের জনক হেরা ডাটাস বলেছিলেন যখন রাজনীতিতে অনিয়মই নিয়ম হয়ে দাঁড়ায় তখন প্রকৃতি নিজ দায়িত্বে তাকে শুধরে নেন, বাংলাদেশের রাজনীতিতে অনিয়মই নিয়মে পরিণত হয়েছিলো। এদেশের তরুণ শিক্ষার্থীরা তাদের তারুণ্যদীপ্ত চিন্তা চেতনা এবং অংশগ্রহণের মাধ্যমে সেই জায়গাটিতে পরিবর্তন নিয়ে এসেছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান, আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন এবং এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীন আমল তাহসীন বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত