ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রকৌশলী মো: আশরাফুল হাবিব চৌধুরীর মৃত্যুতে ঢাকা ওয়াসার শোক

প্রকৌশলী মো: আশরাফুল হাবিব চৌধুরীর মৃত্যুতে ঢাকা ওয়াসার শোক

ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী, বুয়েট মেকানিক্যাল ৯৯ ব্যাচের ছাত্র, মো: আশরাফুল হাবিব চৌধুরী গত বুধবার দুপুরে আনুমানিক ১:৩০ মিনিটে রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল হার্টফাউন্ডেশন হসপিটালে হার্টঅ্যাটাক করে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।

উল্লেখ্য মরহুমকে গতকালই তার গাইবান্ধাস্থ নিজ বাড়িতে নেয়া হয় এবং আজ সকাল ১১টা নাগাদ দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল বাদ আছর তার নিজ কর্মস্থল ঢাকা ওয়াসায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত