আমরা সংখ্যালঘু নই, আমরা এ দেশের নাগরিক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য দেবাশীষ রায় মধু। পাশের দেশ ভারত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল শুক্রবার দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদ (আসপ) বাংলাদেশ আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এতে বক্তারা হিন্দু ধর্মীয় নানা আন্দোলন ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তৃতা করেন।
দেবাশীষ রায় মধু বলেন, আমরা কিছুদিন ধরে দেখছি পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। যুগ যুগ ধরে আমরা শান্তিমতো বসবাস করছি। আমাদের সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না।