বন্দিদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলি বন্দিদের তালিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। গতকাল চ্যানেল ১৩ আয়োজিত একটি ব্রডকাস্টে দেয়া এক সাক্ষাতকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান এমন দাবি করেন। তিনি বলেন, হামাস এখনো তাদের আগের অবস্থান বজায় রেখেছে। তারা বন্দিদের তালিকা দিতে, এমনকি এ বিষয়ে আলোচনার টেবিলে বসতেও প্রস্তুত নয়। এর আগে গত সপ্তাহে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, হামাস মধ্যস্থতাকারী পক্ষকে ইসরাইলি বন্দিদের একটি তালিকা প্রদান করেছে। এরপর নতুন প্রস্তাবিত চুক্তিতে প্রথম পর্যায়ে কিছু বন্দিদের মুক্তি দিতেও তারা প্রস্তুত ছিল বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। অবশ্য এক আরব কূটনীতিক ওই প্রতিবেদনকে অস্বীকার করেছেন।
