মুক্তিযুদ্ধ কোনো দলের সম্পদ নয়

ইসলামী গণতান্ত্রিক পার্টি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেছেন এক সাগর রক্তের বিনিময়ে পাকিস্তানি অপশাসন ও শোষণ থেকে বাঙালির রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয় লাভ করে ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে। পরাধীনতার শৃংখল মুক্তির মাধ্যমে যে স্বাধীন দেশ আমরা পেয়েছি তার পেছনে আছে লাখ লাখ মানুষের আত্মত্যাগ ও অমিত বীরত্ব গাথা। মুক্তিযুদ্ধ কোনো দলের সম্পদ নয়, সমগ্র জাতির অর্জন আমাদের দেশের এই স্বাধীনতা। তাই এই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমাদের ঐক্যবদ্ধ ভাবে সুসংহত করতে হবে। আজ জাতিকে কোনো বিভক্তির দিকে ঠেলে না দিয়ে সকলকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দিতে হবে। নতুবা জাতির অগ্রগতি বাধাগ্রস্ত হবে, যা কারো কাম্য হতে পারে না। গত সোমবার সকালে রাজধানীর টিকাটুলিতে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বাধীনতা-উত্তর ৫৪ বছরের রাজনৈতিক নিপীড়ন, শোষণ, বঞ্চনা ও বৈষম্যের কারণে ২০২৪-এর ৫ আগস্ট এদেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থান সংঘটিত করে রাষ্ট্রে যে পরিবর্তনের সূচনা করেছে তাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের অতিরিক্ত মহাসচিব মো. ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য মুফতি আহসান উল্লাহ সালামী, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, জগদীশ সরকার, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম।