এনআইডি সেবা নিয়ে দুর্নীতি

দুদকের অভিযানে আটক দুই

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগে নির্বাচন ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুজনকে আটক করে করা হয়। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে অভিযান চালিয়েছে দুদকের একটি দল। সকাল ১১টার দিকে ইসির অনুমতি নিয়ে দুদকের চার সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে। গতকাল বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবীর জানান, দুদকের অভিযানের সময় দুজনকে আটক করা হয়েছে। এটা এখন তদন্ত করে দেখতে হবে কারা সম্পৃক্ত রয়েছে। তিনি জানান, এরই মধ্যে গণমাধ্যমে নভেম্বরে ‘ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে’ এমন খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে দুদক একটি টিম পাঠিয়েছে।