‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। তারই ধারাবহিকতায় ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট। গতকাল রোববার বিকেলে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
মহাপরিচালক বিকেএসপিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সঙ্গে সকলকে একাত্য হবার আহ্বান জানান। তিনি দেশব্যাপী টেনিস খেলার চর্চার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো: ইমরান হাসান।
উদ্বোধনী দিনে বিকেএসপির মিতু বাংলাদেশ টেনিস ফেডারেশনের বুশরাকে ৮-০ গেমে, বিকেএসপির কাব্য গায়েন মাদারীপুরের ইমরান চৌধুরীকে ৬-৩, ৬-১ সেটে এবং বিকেএসপির তাজ রাজশাহীর পূর্ণকে ৩-৬, ৬-১ ও ৬-২ সেটে পরাজিত করে শুভ সূচনা করে। ৫ দিনের এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে ২৪ টি দলের মোট ১১২ জন তরুণ-তরুণী ৯টি ইভেন্টে অংশগ্রহণ করবে।
অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ টেনিস ফেডারেশন, ধানমন্ডি টেনিস ক্লাব, উত্তরা টেনিস ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট টেনিস ক্লাব, রাজশাহী টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস কমপ্লেক্স, ঝালকাঠি টেনিস ক্লাব, মেহেরপুর টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব, স্টেশন ক্লাব বগুড়া, বিপিএটিসি-সাভার, মাদারীপুর টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাগুড়া টেনিস ক্লাব, গোপালগঞ্জ টেনিস ক্লাব, খুলনা টেনিস ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রেশন ক্লাব, গুলশান ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, নাটোর টেনিস ক্লাব ও স্বাগতিক বিকেএসপি।
এ ধরনের আয়োজন বিকেএসপির খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন। প্রতিযোগিতায় তারুণ্যদ্বীপ্ত টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসবমূখর হয়ে উঠেছে দশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি।