কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে
বললেন উপদেষ্টা মাহফুজ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল রাত ৮টা ৩৬ মিনিটে তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন। পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তা হলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না।