জলাশয়ের ইজারা মৎসজীবী ছাড়া কেউ পাবে না
বললেন উপদেষ্টা ফরিদা আখতার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সারাদেশেই হাওর-বাঁওড়সহ অন্যান্য জলাশয়গুলো দখল-দূষণে বন্ধ হয়ে যা”েছ। এতে করে দেশের কৃষিক্ষেত্রে উৎপাদন কমে যাবে, মৎস্যজীবীরা আরো ক্ষতিগ্রস্ত হবে।
এ কারণে সারাদেশের জলাশয়গুলোর ইজারা মৎসজীবী ছাড়া কেউ পাবে না, সে বিষয়টি নিশ্চিত করা হবে। গতকাল বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খামারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‘জাল যার, জলা তার’ স্লোগান উল্লেখ করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জলাশয়ের ইজারা যেন মৎসজীবী ছাড়া কেউ না পায়, সে বিষয়টি পর্যালোচনায় রয়েছে। এ বিষয়ে সম্প্রতি ভূমি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি। তাৎক্ষণিক মুনাফার আশায় মাছ ও অন্যান্য গবাদিপশুকে অস্বা¯’্যকর খাবার ও ওষুধ না দেয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, মানুষের যেমন নিরাপদ খাদ্য দরকার, তেমনই পশুখাদ্যও নিরাপদ হওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকরি ভূমিকা রাখতে হবে। মতবিনিময় সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. আব্দুল ওয়াদুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের খামারি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।