ইসরাইলের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট, ব্যাখ্যা দিল
পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গাজায় বর্বরোচিত হামলার প্রতিক্রিয়ায় মরক্কোতে অনুষ্ঠিত বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইসরাইলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশসহ বেশকিছু দেশ ওয়াকআউট করেছে। কিন্তু কিছু মহল তাৎক্ষণিক এ ওয়াকআউটকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়াচ্ছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে পরিষ্কার করা হয়েছে গাজা ইস্যুতে ইসরাইল নিয়ে বাংলাদেশের অবস্থান। সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ৪র্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরাইলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বেশকিছু দেশের প্রতিনিধি তাৎক্ষণিক ওয়াকআউট করে।