ব্যবসার পরিবেশ উন্নতিতে এ বছর গুরুত্ব দেয়া হবে
বললেন বেজা চেয়ারম্যান
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এ বছর প্রকৃত মৌলিক সংস্কারের পাশাপাশি ব্যবসার পরিবেশ উন্নতিতে গুরুত্ব দেয়া হবে। গতকাল রোববার আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে অর্থনৈতিক অঞ্চলের অগ্রাধিকার ও পর্যায়ক্রমে, অফসাইট আন্তঃরাষ্ট্রীয় পরিকল্পনা ও উন্নয়ন প্রক্রিয়া বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি। আশিক চৌধুরী বলেন, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসে ১ বিলিয়ন ডলারের নিচে। এটা কালকেই ১০ বিলিয়ন হবে না। এখন হয়তো গত বছরের মতোই এফডিআই আসবে। আমাদের সংস্কার করে বিনিয়োগ আনতে হবে। আমরা চ্যালেঞ্জগুলোর সমাধানে কাজ করছি। আমাদের অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে। তাদের মার্জ করে একটি এজেন্সি করার কথা বলেছি। কেন্দ্রীয় ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (আইপিএ) গঠনের পরিকল্পনা করছি আমরা। সম্প্রতি জাপানে গিয়ে সেখানকার প্রায় ৩০ জন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে আশিক চৌধুরী বলেন, আমাদের গতানুগতিক প্রমোশন করলেই হবে না। জাপানে যখন বলা হয়েছে আমাদের বাংলাদেশে এখানে অনেক ভোক্তা আছে, তারা তখন আমাদের পাশের দেশ ভারতকে দেখায়। বলে সেখানে তো বাংলাদেশের চেয়ে বেশি ভোক্তা। তাহলে বাংলাদেশে কেন তারা বিনিয়োগ করবে? আমাদের এখন ব্যবসার পরিবেশ উন্নতিতে গুরুত্ব দিতে হবে। এটা করতে পারলে বিনিয়োগ নিয়ে আসা সহজ হবে।