সোনারগাঁ ঘুরে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে গাড়ির ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন রাজধানীর নন্দীপাড়া এলাকার কামরুজ্জামান টুটুল (৪১) ও হাবিব (৩৯)। কামরুজ্জামান পেশায় ব্যবসায়ী ও হাবিব ফিনল্যান্ডপ্রবাসী ছিলেন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ সড়ক দুর্ঘটনায় তাদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।