কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলীর শ্যামপুর পালপাড়া এলাকার একটি বাসায় মোছা. মাহিয়া (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত তরুণী ফজলুল হক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মো. মজিবুর রহমান জানান, আমার মেয়ে ফজলুল হক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।