নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. হৃদয় হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৭টার দিকে তিনি মারা যান। হৃদয় জামালপুর সদরের চকবেলতৈল গ্রামের ওমর আলীর ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।