নির্বাচনের দাবি নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল। সকাল ৯টায় নির্বাচন কমিশনে (ইসি) এই বৈঠক হবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে যোগ দেবে বিএনপির প্রতিনিধিদল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। জানা গেছে, বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে।