সাগর উত্তাল

কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

প্রকাশ : ২৪ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

বৈরী আবহাওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে সাগর বেশ উত্তাল রয়েছে। এতে সমুদ্রসৈকতে গোসলে নামতে পর্যটকদের সর্তকতা জারির পাশাপাশি জেলা প্রশাসন সৈকতে লাল পতাকা উঁচিয়ে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, ‘উপকূলজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে।