তারেক রহমানের কথায় তো নির্বাচন হবে না
বললেন সারজিস আলম
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, তারেক রহমান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি তার দলের পক্ষ থেকে নির্বাচনের তারিখ নিয়ে দাবি তুলতেই পারেন। দেশে সক্রিয় ৪৫টি রাজনৈতিক দল আছে। একটি দলের কথায় তো নির্বাচন হতে পারে না। নির্বাচন হবে প্রধান উপদেষ্টা যখন যৌক্তিক সময় মনে করেন তখন।
গতকাল বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধায় দলীয় পথ সভা শেষে সাংবাদিকের বিভিন্ন প্রশ্ন উত্তরে তিনি এ কথা বলেন। এসময় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নিবার্চন হবে কি না তা নিয়ে অনেক অভিযোগ উঠছে। ওই সময় উত্তর অঞ্চলের সংগঠক রাসেল মাহমুদসহ পথসভায় জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে তার দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওসব আমি পাত্তা দেই না।
হাতীবান্ধা মেডিকেল মোড়ে পথ সভায় তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নেতা নয়, সব রাজনৈতিক দলের দুনীর্তিবাজ নেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সারজিস আলম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। যতদিন খুনি হাসিনা ভারতে আশ্রয় থাকবে, ততদিন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনওই স্বাভাবিক হবে না।
এনসিপি নেতা সারজিস আলম বলেন, উত্তর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন ও বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। এনসিপি-র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্নকে বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এই স্বপ্ন বাস্তবায়নে হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন। যারা জীবন দিয়েছে, তাদের অর্ধেকের বেশি ১৮ বছরের নিচে।