সুন্দরবনে ১০ কেজি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, ফরেস্টার সঙ্গীর বনরক্ষীদের নিয়ে সুন্দরবনের টেকেরখাল এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের দায়োন ফাঁদ উদ্ধার করেছে। চোরাশিকারীরা ফাঁদ পেতে হরিণ শিকার করছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার সকাল ১০টায় টেকের খাল থেকে ১০ কেজি দায়োন ফাঁদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।