পটুয়াখালীর ডিসিকে রাজনীতির মাঠে আসতে বললেন নূর

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে ছাত্রদলকে দিয়ে তার বিরুদ্ধে প্রোগ্রাম করানোর অভিযোগ এনেছেন গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। একই সঙ্গে তিনি সর্তক করে দিয়েছেন যে, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কাউকে হারুন-বেনজির হতে দেবেন না। গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে দেওয়া এক পোস্টে এমনটিই লেখেন নূর। ফেসবুক পোস্টে নূর লিখেছেন, ‘নতুন হারুন-বেনজির হতে চাওয়া পটুয়াখালী ডিসি ছাত্রদলকে দিয়ে আমার বিরুদ্ধে প্রোগ্রাম করায়। ডিসিকে বলব রাজনীতির খায়েস থাকলে চাকরি ছেড়ে রাজনীতির মাঠে আসুন। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমরা হারুন-বেনজির হতে দেব না।’ এর আগে, গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপায় বিএনপি এবং গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।