একদিনে সারা দেশে গ্রেপ্তার আরও ১৬৩৬

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে একদিনে আরও ১ হাজার ৬৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভিত্তিক গ্রেপ্তার হয়েছে আসামি ১ হাজার ১৪৩ জন। অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪৯৩ জনকে। গত সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এনামুল হক সাগর। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিয়মিত অভিযানে ১ হাজার ৬৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে দেশীয় তৈরি একটি এলজি (অবৈধ অস্ত্র) উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি আরও বলেন, অপরাধ দমনে সারা দেশে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে এ ধারা অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রবাজদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হচ্ছে।