দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা-চাঁদাবাজি
পাঁচজনকে কারাগারে প্রেরণ
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ আত্মসাৎ অভিযোগের মামলায় প্রতারক চক্রের পাঁচ সদস্যের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জেনিফার জেরিন এই আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- সেলিম, মো. তরিকুল ইসলাম, মো. আতিক, মো. আবদুল হাই সোহাগ ও মো. সোহাগ পাটোয়ারী। দুই দিনের রিমান্ড শেষে এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।