দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আট বছর আগে পূর্ব শত্রুতার জেরে শরীয়তপুরের পালং উপজেলায় দেলোয়ার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অন্য ১২ আসামি খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ রায় দেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী। এ মামলায় মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইসমাইল সরদার, ছালমুল সরদার, আমিনুল সরদার, রেজাউল সরদার ও জুয়েল সরদার।

খালাসপ্রাপ্তরা হলেন, মজিবর সরদার, ফজলুল সরদার, আ. মালেক সরদার, মোকলেছ সরদার, মাহাবুব সরদার, তোতা সরদার, টিপু সরদার, পারচেজ সরদার, আ. ছালাম সরদার, পাভেল সরদার আজিজুল হক সরদার ও পারুল বেগম। রাষ্ট্রপক্ষের ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন মামলা পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী সৈয়দ নাজমুল হুদা ও আতিয়ার কাজী।