আমার নাম ভাঙিয়ে কেউ চাঁদা চাইলে মনে করবেন, সে আমার লোক না
বললেন সারজিস আলম
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আটোয়ারীতে আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনোদিন কাজের জন্য ১ টাকাও চাঁদা দাবি করে, মনে করবেন সে আমার লোক নযা। আজ ঘোষণা দিলাম আপনারা কেউ কোনোদিন কাউকে কাজের জন্য টাকা চাইলে দেবেন না। গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সারজিস বলেন, যে কাজটি যৌক্তিক এবং মানুষের জন্য করা উচিত, সে কাজটি এমনিতেই করব। কিন্তু যেটা সম্ভব নয়, অবৈধ সেটা অনুরোধ করলেও করবো না। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের মানুষ এখনও অপকর্ম করে যাচ্ছেন। আটোয়ারীর হাটবাজারে দেখবেন, ট্রাক পার হতে চাঁদা দিতে হয়।