মোংলা বন্দরে একটি প্রকল্পের কাজ সম্পন্ন, চারটি দ্রুত এগোচ্ছে
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাসস
বঙ্গোপসাগরের উত্তর উপকূলে বাগেরহাট জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা সমুদ্রবন্দরকে আধুনিকায়ন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বন্দরটির কনটেইনার পরিচালন ক্ষমতা বাড়াতে এবং এটিকে আধুনিক ও বিশ্বমানের নৌ-যোগাযোগ কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে সরকারের পাঁচটি প্রকল্প পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত একটি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং আরও চারটি প্রকল্পের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে। একনেক এরইমধ্যে দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে এবং আরও তিনটি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।
