কালো টাকা অর্জনকারীরা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে

বললেন জয়নুল আবদিন ফারুক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা কালো টাকা অর্জন করেছে, তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। ফারুক বলেন, যারা ১৯৭১ সালে আমাদের পছন্দ করেনি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল।