জাতীয় বৃক্ষমেলায় ‘গাছ চেনা প্রতিযোগিতা’
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উপলক্ষে গাছ ও পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয়েছে ‘গাছ চেনা প্রতিযোগিতা ২০২৫’। গতকাল বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষমেলা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা শহরের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজসহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
