অস্ত্রসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানার মোহাম্মদ শাহ ঘোনাসংলগ্ন ফকির জোম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড তাজা গোলাসহ ছানা উল্লাহকে আটক করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি