ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁরা ভবনটির ৯ তলা থেকে নিচে পড়ে যান। নিহত শ্রমিকেরা হলেন ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম। তিনি বলেন, তিন শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।