সাকিরা নোভার ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড অর্জন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ভিন্ন ভিন্ন পেশাগত ক্ষেত্রে অত্যন্ত সফল এবং ব্যক্তিত্বসম্পন্ন নারী ডা. সাকিরা নোভা ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল প্রদত্ত ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫ এ আইকনিক পার্সোনালিটি এ ভূষিত হলেন। গত ২৫ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, ইউএস বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা রুহিত সুমন। ডা. সাকিরা নোভা একাধারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, উপস্থাপক, আবৃত্তিশিল্পী,লেখক এবং সংগীত শিল্পী। শিশুকাল থেকেই সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত নোভা। বর্তমানে তিনি হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসাসেবা প্রদান করছেন দেশের একটি বিশ্বমানের মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ‘কনকর্ড’ এ কনসালটেন্ট পদে। পাশাপাশি দেশের অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রেখে চলা অন্যতম প্রতিষ্ঠান টেলিলিংক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তার লেখা কাব্যগ্রন্থ ‘উইমেন হু আনডিফিটেড’ প্রকাশিত হয়েছে ২০২৫ এর গ্রন্থমেলায়। বইটি বিশ্বের বিভিন্ন দেশে এরইমধ্যে সমাদৃত হয়েছে। সম্প্রতি তার লেখা ইংরেজি কবিতা গ্রিসের এর জনপ্রিয় ম্যাগাজিন পলিশ, ইউরোপিয়ান পোয়েট্রি এবং ইতালীর জনপ্রিয় পত্রিকা আলেসান্দ্রিয়া টুডে তে প্রকাশিত হয়েছে। তিনি টানা এক যুগেরও বেশি সময় নিয়মিত চ্যানেল আই, এটিএন বাংলা, এটিএন নিউজ, একুশে টিভি, এসএ টিভি, দেশ টিভি, এশিয়ান টিভিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাস্থ্য ও সংগীত বিষয়ক অনুষ্ঠানে অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ধারাবাহিকভাবে হেলথ শো করেছেন যা এসএ টিভিতে সম্প্রচারিত হয়েছে। দেশে এবং বিদেশে তার শৈল্পিক উপস্থাপনার জন্য পেয়েছেন সুখ্যাতি। বতর্মানে তিনি মিলিনিয়াম টিভি ইউএসএ তে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেছেন। এছাড়াও সময় সুযোগ মিললে তাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সঙ্গীত পরিবেশন করতেও দেখা যায়।
