মহিউদ্দিন হত্যার নির্দেশদাতা ১৮ মামলার আসামি সোবহান গ্রেপ্তার

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সেই মহিউদ্দিন হত্যার মাস্টারমাইন্ড মাদক ব্যবসায়ী আবদুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে মহানগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুস সোবাহানের বাবার নাম নুরুল ইসলাম। তার বাড়ি ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের তক্তারপুল এলাকায়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোবহান স্বীকার করেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় সে মহিউদ্দিনকে হত্যার পরিবকল্পনা করে। তার পরিকল্পনা ও নির্দেশনায় তার সহযোগীরা মহিউদ্দিনকে গুলি চালিয়ে হত্যা করে। ২৫ জুলাই বিকাল ৫টার দিকে বাকলিয়া থানার ৫নং ব্রিজসংলগ্ন গাফফারের কলোনি থেকে মহিউদ্দিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছিল। ওই ঘটনায় পুলিশ এর আগে আসিফ ও সুমন নামে দুই আসামিকে গ্রেপ্তার করে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। দুজনই হত্যার নির্দেশদাতা হিসেবে আবদুস সোবহানের নাম উল্লেখ করে।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন যুগান্তরকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের টিম সন্ত্রাসী

সোবহানকে গ্রেপ্তার করেছে।