ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
নতুন আক্রান্ত ৩২৫
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে রোগটি নিয়ে ভর্তি হয়েছেন ৩২৫ জন।
মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৩২৪ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৮ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন রয়েছেন।
এছাড়া ২৪ ঘণ্টায় ২৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৯৩০ জন।
