১৫ আগস্ট ঢাকায় ফানুস উড়ানো নিষিদ্ধ
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী জুড়ে একদিনের জন্য ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে আজ শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। গতকাল বৃহস্পতিবার ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তবে গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কোনো কারণ উল্লেখ করা হয়নি। ?গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা হতে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।
