সাকা চৌধুরীর ফাঁসি জুডিশিয়াল মার্ডার, আ.লীগ সরাসরি জড়িত : হুম্মাম

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী দাবি করেছেন, ‘আমার বাবার বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। বড় ধরনের অন্যায় করা হয়েছে। তার ফাঁসি জুডিশিয়াল মার্ডার, যার সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা চাইলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে একটি গুলি করেই হত্যা করতে পারতেন, তা করেননি। তিনি চেয়েছিলেন বাবার রাজনীতি ধ্বংস করতে, সেটাই করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সাকা চৌধুরীর বাসভবনে সংবাদ সম্মেলনে হুম্মাম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘হাসিনার লক্ষ্য ছিল তার বিরোধীদের সরিয়ে দেওয়া। গুম, খুন ও হত্যা করে ক্ষমতায় টিকে থাকা তার উদ্দেশ্য ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীও হাসিনার আক্রোশের শিকার।’

হুম্মাম বলেন, ‘আইসিটি ট্রাইব্যুনাল কীভাবে কাজ করতো, সেটাও স্পষ্ট নয়। যুদ্ধাপরাধের দায়ে ২০টি চার্জের মধ্যে চারটিতে সাক্ষী হাজির করতে পেরেছিল সাকা চৌধুরীর বিরুদ্ধে। মূলত বাবার রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল।’ হুম্মাম কাদের আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিদেশি চারজন সাক্ষীকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল।’