ক্যাম্প ন্যুতে কবে ফিরবে বার্সেলোনা
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
লা লিগায় বার্সেলোনা মৌসুমের প্রথম ম্যাচ খেলেছে মায়োর্কার মাঠে। আগামী শনিবার পরের ম্যাচ লেভান্তের মাঠে। এরপর ৩১ আগস্ট যে ম্যাচ, সেটি রায়ো ভায়েকানোর মাঠে। সাধারণত এমনটা দেখা না গেলেও লা লিগায় এবার নিজেদের প্রথম তিনটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলতে যাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ চ্যাম্পিয়নদের এমন পরের মাঠে ‘ঘুরে বেড়ানোর’ কারণ নিজেদের মাঠ-সংকট। দুই বছর পর এবার সংস্কারকৃত ক্যাম্প ন্যুতে ‘হোম’ ম্যাচ খেলার কথা বার্সার। কিন্তু নতুন মৌসুম শুরু হয়ে গেলেও এখনও সেখানে খেলার ব্যবস্থা করা যায়নি। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পরও ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরু করা যাবে কি না, সেটা নিয়েও আছে শঙ্কা। এরমধ্যে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বেঁধে দিয়েছে সময়সীমা-২৮ আগস্টের মধ্যে জানাতে হবে, কবে ক্যাম্প ন্যুতে খেলা শুরু করা যাবে। নির্মাণকাজের কারণে ২০২৩ সাল থেকে ক্যাম্প ন্যু ছেড়ে টানা দুই মৌসুম অলিম্পিক লুইস কোম্পানিসে খেলেছে বার্সেলোনা। ক্লাব কর্তৃপক্ষের লক্ষ্য ছিল, ২০২৪ সালের নভেম্বরে ক্যাম্প ন্যুতে ফেরা।
